মাদ্রাসায় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
- by Maria Sultana
- October 7, 2024
- 73 views
ছবি: সংগৃহীত
নাঙ্গলকোটে একটি মাদ্রাসায় আত্মহত্যা করেছে ১৪ বছরের ছাত্র রিফাত হোসেন। এই ঘটনা ঘটে রোববার সন্ধ্যায় বাঙ্গড্ডা ইউপির নোয়াপাড়া গ্রামের তামিরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায়। রিফাত লাকসাম উপজেলার পৈশাখি গ্রামের সৌদি প্রবাসী রিপন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় ছাত্র ও শিক্ষকরা মসজিদে ছিলেন। ওই সময় রিফাত আবাসিক রুমে গিয়ে গামছা দিয়ে আত্মহত্যা করে। পরে শিক্ষকরা ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে, কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রিফাতের বাবা রিপন মিয়া বলেন, দুপুরে মাদ্রাসার শিক্ষকের সঙ্গে তার কথা হয়েছিল এবং বিকালে রিফাতের সঙ্গে কথা বলার কথা ছিল। সন্ধ্যায় শিক্ষক তাকে জানায় যে রিফাত আত্মহত্যা করেছে।
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, ঘটনা তদন্ত করা হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৭/১০/২০২৪