উপবৃত্তির অর্থ নগদে বিতরণ, শিক্ষার্থীদের ভোগান্তি
- by Maria Sultana
- October 17, 2024
- 191 views
ছবি: সংগৃহীত
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ঝরেপড়া কমানো এবং নারী শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য সরকার উপবৃত্তির উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৪০ লাখ স্কুল শিশুকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে, এবং মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে ৫৪ লাখ শিক্ষার্থীও এই সুবিধার আওতায় রয়েছে।
অতীতে উপবৃত্তির টাকা বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে বিতরণ করা হলেও গত বছর থেকে শুধুমাত্র ‘নগদ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চলতি অর্থবছরে ‘নগদ’-এর মাধ্যমে উপবৃত্তি বিতরণের সুপারিশ করেছে, তবে এতে অনেক শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন।
দেশের বিভিন্ন এলাকায় নগদে লেনদেন করা কঠিন এবং অনেক স্থানে এর এজেন্টও নেই। কিছু এলাকায় বিকাশ ও শিওরক্যাশের মতো মোবাইল ব্যাংকিং সুবিধা সহজে পাওয়া গেলেও, শুধুমাত্র নগদে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। ফলে অনেক শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেতে সমস্যায় পড়ছেন। নগদের ক্যাশআউট এজেন্ট না থাকার কারণে শিক্ষার্থীদের শহরে গিয়ে টাকা তুলতে হচ্ছে।
এছাড়া, সরকার গত বছর নির্দেশিকায় যে কোনো মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণের কথা উল্লেখ করেছে, তবুও একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিতু মনি, একজন শিক্ষার্থী, অভিযোগ করেন যে উপবৃত্তির জন্য আবেদন করার পরও নথি যাচাইয়ের সমস্যায় তিনি তালিকায় স্থান পাননি।
শিক্ষকরা জানান, সরকার উপবৃত্তি দিলেও নগদের মাধ্যমে তা পেতে শিক্ষার্থীরা নানা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। মাউশির মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী জানান, উপবৃত্তি সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি পরিচালক ড. নাছিমা বেগম বলেন, অনেক শিক্ষার্থীর এনআইডি কার্ড নেই, যার কারণে তারা উপবৃত্তি পাচ্ছেন না। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৭/১০/২০২৪