রেললাইনে আত্মহত্যার চেষ্টায় বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল
- by Maria Sultana
- October 17, 2024
- 65 views
ছবি: সংগৃহীত
রেললাইনে আত্মহত্যার চেষ্টাকালে এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে হার্ডব্রেক করায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। বুধবার সন্ধ্যার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
এসময় আত্মহত্যা চেষ্টাকারী নারী বেঁচে গেলেও ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন থেমে যায় নরসিংদী রেলওয়ে স্টেশনে। আত্মহত্যার চেষ্টা করা ওই নারীর নাম লতিফা বেগম (৭০)। তিনি পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানায় রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নরসিংদী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এসময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এক নাম্বার রেললাইনে একজন নারী শুয়ে আছে দেখে ট্রেনটির চালক হার্ডব্রেক করেন। স্টেশনে স্টপিজ থাকায় যদিও গতিবেগ তুলনামূলক কম ছিল, তবুও হার্ডব্রেকের পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল্লাহ বলেন, ওই নারীকে ঘটনাস্থল থেকে আটক করে ফাঁড়িতে রাখা হয়। পারিবারিক কলহে আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে জানতে পেরেছি। পরে তার পরিবারের সদস্যদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে৷ সূত্র: যুগান্তর /স/হ/ন ১৭/১০/২০২৪
এছাড়া বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধার করে ট্রেনটি ঢাকায় নেওয়ার চেষ্টা চলছে৷ স্টেশনের ভেতরে প্লাটফর্মের পাশে ট্রেন থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।