বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমার সম্ভাবনা
- by Maria Sultana
- November 5, 2024
- 21 views
ছবি: সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই তথ্য প্রকাশ করা হয়েছে।
অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়, পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই সময় দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া, ভোরের দিকে দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাব পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় বিদ্যমান, এবং মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৫/১১/২০২৪