ট্রুডো হারবে কানাডা নির্বাচনে : ইলন মাস্ক
- by Suma Akhter
- November 8, 2024
- 42 views
ছবি: সংগৃহীত
কিছু দিন আগেই সমাপ্ত হয়েছে মার্কিন নির্বাচন সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ময়দানে নেমেছিলেন পৃথিবীর বড় ধনী ব্যাবসায়ী ইলন মাস্ক।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জনসভায় ট্রাম্পের হয়ে তালি বাজিয়েছেন, এ যেন মানিক জোড়। সেই নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। মাস্কের সমর্থন পাওয়া ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।বিরোধতিা করেছেন কমলা হ্যারিসের।
আর তার ই রেশ কাটতে না কাটতে এক বিস্ফোরক মন্তব্য করলেন ইলন মাস্ক । যা ছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডোকে নিয়ে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জার্মান রাজনীতি নিয়ে একটি পোস্ট নিয়ে নিজের প্রতিক্রিয়া দিচ্ছিলেন ইলন মাস্ক। সেখানেই এক ব্যক্তি কানাডা নিয়ে মাস্কের 'সাহায্য' চান। আর তাতেই মাস্ক পূর্বাভাস দিয়ে বলেন, 'ট্রডো হেরে যাবেন।'
কানাডাতেও অভিভাসন একটি বড় ইস্যু, আমেরিকার মতো , সেই প্রায় একই ইস্যুতে আমেরিকাতে নির্বাচন লড়েছিলেন ট্রাম্প। ২০১৩ সাল থেকে কানাডায় ক্ষমতায় আছে জাস্টিনের লিবেরাল পার্টি।
বর্তমানে তাঁর সরকারের কাছে সংখ্যাগরিষ্ঠতাও নেই। আসন্ন নির্বাচনে ট্রুডোর মূল প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টি। এছাড়াও জগমিৎ সিংয়ের নিউ ডেমোক্র্যাটিক পার্টিও এই নির্বাচনে একটি বড় ভূমিকা পালন করতে চলেছে বলে মত বিশ্লেষকদের। এছাড়া গ্রিন পার্টি এবং ব্লক কুইবেকসও কিছু আসন দখল করতে পারে। এদিকে কানাডায় ক্রমেই সমর্থন হারাচ্ছেন ট্রুডো।
এমন কি দলেও চাপের মুখে আছেন ট্রুডো। অপরদিকে এই টালমাটাল পরিস্থিতিতে বিরোধীদের পায়ের তলার জমি আরও শক্ত হচ্ছে। দেখা যাক সত্যি হয় নাকি ইলন মাস্কের ভবিষ্যতবাণী!! সূত্র: দৈনিক জনকন্ঠ/ স/হ/ন 08/11/2024