ট্রান্সজেন্ডার সেনাদের নিয়ে নতুন নির্বাহী আদেশে সই ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ দূর করতে একটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ফেরার পথে এ আদেশে স্বাক্ষর করেন তিনি।

সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, ওই দিন ট্রাম্প চারটি নতুন নির্বাহী আদেশে সই করেন। এর মধ্যে একটি আদেশে ট্রান্সজেন্ডার সেনাদের কর্মসংস্থান নিষিদ্ধের লক্ষ্যে নীতিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এটি তাৎক্ষণিকভাবে ট্রান্সজেন্ডারদের সামরিক বাহিনীতে চাকরি নিষিদ্ধ করেনি।

ট্রাম্প ফ্লোরিডায় এক বক্তব্যে বলেন, “যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে ট্রান্সজেন্ডার মতাদর্শকে দূর করা হবে।”

ডেমোক্র্যাটদের প্রশাসন সবসময় ট্রান্সজেন্ডারদের সামরিক বাহিনীতে কাজ করার অধিকারকে সমর্থন করে এসেছে। ২০১৬ সালে ওবামা প্রশাসন ট্রান্সজেন্ডার সেনাদের খোলাখুলি তাদের লৈঙ্গিক পরিচয় প্রকাশের অনুমতি দেয় এবং নিয়োগ পরীক্ষার সুযোগ তৈরি করে। তবে ট্রাম্প ২০১৮ সালে এই নীতি স্থগিত করেন এবং পরে তা পুরোপুরি বাতিল করেন।

অন্যদিকে, ২০২০ সালে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে ট্রাম্পের নিষেধাজ্ঞা বাতিল করেন এবং সব যোগ্য আমেরিকানের জন্য সামরিক বাহিনীতে কাজের সুযোগ নিশ্চিত করেন।

মার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে প্রায় ২০ লাখ সদস্য রয়েছে। এর মধ্যে আনুমানিক ১৫ হাজার ট্রান্সজেন্ডার সেনা বলে ধারণা করা হয়। সূত্র:যুগান্তর /স/হ/ন ২৮/০১/২০২৫

Related Articles