বাবা সিদ্দিকি হত্যার দুইজন গ্রেফতার

ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডে মুম্বাই পুলিশ তৎপর হয়ে উঠেছে। এ ঘটনায় আটক দুই সন্দেহভাজন নিজেদের মুম্বাইয়ের আলোচিত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে, তবে পুলিশ এখনো এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। গ্যাংটির পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করা হয়নি।

শনিবার (১২ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, মুম্বাই পুলিশ ইতোমধ্যে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, ধৃতদের একজন উত্তরপ্রদেশ ও অন্যজন হরিয়ানার বাসিন্দা। আরেক হামলাকারী পলাতক রয়েছে, তবে তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবা সিদ্দিকিকে হত্যার পরিকল্পনা মাসখানেক আগে শুরু হয়। গত ২৫-৩০ দিন ধরে তাকে নজরে রাখার পর শনিবার রাতে বান্দ্রা ওয়েস্ট এলাকায় ছেলেকে দেখতে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। সন্ত্রাসীরা ছয়টি গুলি ছোঁড়ে, যার মধ্যে চারটি তার বুকে লাগে।

বিনোদন জগতে প্রভাবশালী বাবা সিদ্দিকির সঙ্গে শাহরুখ খান ও সালমান খানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, তার মধ্যস্থতায় দুই খানের মধ্যে পুরোনো বিবাদ মেটে। এছাড়া তার আয়োজন করা ইফতার পার্টিতে বলিউডের শীর্ষ তারকারা নিয়মিত হাজির হতেন।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে এ হত্যাকাণ্ডের যোগসূত্র সন্দেহজনক হলেও নিশ্চিত নয়। এর আগে সালমান খানকেও গ্যাংটির পক্ষ থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং তার বাড়ির বাইরে গুলি ছোঁড়া হয়। বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পূজ্য মনে করে, আর সালমানের কৃষ্ণসার শিকার মামলার জেরেই তিনি গ্যাংটির টার্গেটে আসেন।

৬৬ বছর বয়সী বাবা সিদ্দিকি তিনবার বান্দ্রা পশ্চিম থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং ২০০৪-২০০৮ সালে খাদ্য ও শ্রম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় পাঁচ দশক কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপিতে যোগ দেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৩/১০/২০২৪

Related Articles