নরসিংদীতে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

নরসিংদীতে জেলা পরিষদ নির্বাচন চলছে। আজ সোমবার সকাল ৯ টায় ইভিএম পদ্ধতিতে শুরু হওয়া ভোট চলবে দুপুর ২ টা পর্যন্ত। জেলায় মোট ৩ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী।

এর মধ্যে, জেলা চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন।

মোট ১০০৩ জন ভোটারের জন্য জেলার ৬ উপজেলায় ৬ টি ভোটকেন্দ্রে মোট ১৩ টি বুথ স্থাপন করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্র এবং আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

এছাড়া, নির্বাচন ঘিরে বিজিবি, পুলিশ, আনসার, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সসহ ৪৫০ এর অধিক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন।

এখন পর্যন্ত নরসিংদীতে নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। সম্পাদনা র/ভূঁ। ম ১৭১০/০১

 

#নরসিংদী_জেলা_পরিষদ_নির্বাচন #নরসিংদী #narsingdhi #election #narsingdhi_news 

Related Articles