পশ্চিমবঙ্গে ক্রিকেটার আসিফ হোসেনের মৃত্যু, বয়স ২৮
- by Maria Sultana
- October 2, 2024
- 71 views
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ সোমবার ক্রিকেটে একটি দুঃখজনক ঘটনার সাক্ষী হলো। প্রদেশের তারকা ক্রিকেটার আসিফ হোসেন হঠাৎ করেই মারা গেলেন। তিনি বেঙ্গল প্রো টি২০ লিগে খেলছিলেন এবং আডামাস হাওড়া ওয়ারিয়র্সের হয়ে অংশ নিয়েছিলেন। ২৮ বছর বয়সী আসিফ ৫৭ বলে ৯৯ রানের অসাধারণ অপরাজিত ইনিংস খেলেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, আসিফ বাড়িতে দুর্ঘটনার শিকার হন। পরিবারের বরাত দিয়ে এনডিটিভির একটি প্রতিবেদনে জানা গেছে, তিনি গত সোমবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ০২/১০/২০২৪