ফারুকীকে অভিনন্দন জানিয়ে যা লিখলেন জয়
- by Maria Sultana
- November 11, 2024
- 60 views
ছবি: সংগৃহীত
৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর পর ৮ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে যোগ দেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ছাড়াও উপদেষ্টা পরিষদে আরো দুজন যোগ দিয়েছেন—মাহফুজ আলম এবং ব্যবসায়ী সেখ বশির উদ্দিন।
১০ নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ করান।
ফারুকীর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ায় বিনোদন জগতের অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রথম অভিনন্দন বার্তা পাঠান অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, যিনি ফেসবুকে ফারুকীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "অভিনন্দন ফারুকী ভাই। আমাদের আস্থা, শান্তির বার্তা দিয়ে হোক শুরু আপনার নেতৃত্ব।"
এদিকে, অনেক ভক্ত আশা করছেন, ফারুকীর নেতৃত্বে শোবিজ অঙ্গনে বড় পরিবর্তন আসবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১১/১১/২০২৪