খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক যা জানালেন
- by Suma Akhter
- January 17, 2025
- 50 views
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী দু-একদিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। দু-এক দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা।
তিনি বলেন, কোন প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা হবে- সেটিও তখন জানানো হবে। পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এটি নির্ভর করছে চিকিৎসকদের ওপর। সূত্র: যুগান্তর/ স/হ/ন 17/01/2025