দুর্গাপূজায় ইউনূসের বাণী: সার্বজনীন উৎসব ও সমান অধিকারের আহ্বান
- by Maria Sultana
- October 9, 2024
- 58 views
ছবি: সংগৃহীত
দুর্গাপূজা উপলক্ষে প্রদত্ত বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের সংবিধান সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে, এবং এই দেশ সবার জন্য। হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি উল্লেখ করেন, দুর্গাপূজা এখন শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা দুর্গোৎসবের মূল বৈশিষ্ট্য।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করে। গত ৫ আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সকল মানুষের সমান অধিকার এবং উন্নয়নে কাজ করে যাচ্ছে। বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি এবং সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৯/১০/২০২৪