এস আলম গ্রুপের সব ঋণ ও লেনদেন স্থগিত
- by Ibrahim Akon
- August 27, 2024
- 42 views
মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) | ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপ: অবশেষে এস আলম গ্রুপের নামে ও বেনামে থাকা সব ঋণ এবং ঋণসুবিধা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর পাশাপাশি, কোনো আমানত থাকলে তা উত্তোলন করা যাবে না, এমনকি ক্রেডিট কার্ডের লেনদেনও স্থগিত থাকবে।
কেন্দ্রীয় নির্দেশনা: এই নির্দেশনা এস আলম গ্রুপের অধীনে থাকা ছয় ব্যাংক—ইসলামী, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, ও কমার্স ব্যাংক—সহ অন্যান্য ব্যাংকগুলোকেও দেওয়া হয়েছে।
ব্যাপক নজরদারি: বাংলাদেশ ব্যাংকের বিশেষ দল ব্যাংকগুলোতে পরিদর্শন শুরু করেছে। সব ব্যাংকের নামে-বেনামে থাকা ঋণগুলোর তদারকি চলবে, এবং কোনো নতুন ঋণ বা ঋণ নবায়ন করা যাবে না।
নতুন ঋণপত্র বন্ধ: প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রা হিসাব থেকে টাকা তোলা যাবে না। পাশাপাশি, যেকোনো ধরণের পুনঃ অর্থায়ন সুবিধা বা নতুন ঋণপত্রও বন্ধ থাকবে।
পরিচালকের পরিবারের সদস্যদের তথ্য চাওয়া: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের ঋণ ও আমানতের তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ। ব্যাংকিং খাতে এস আলমের নামে দুই লাখ কোটি টাকার ঋণ রয়েছে, যা ফেরত দেওয়া হচ্ছে না।
চিন্তিত বিশেষজ্ঞরা: বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো কঠোর পদক্ষেপ না নিলে এই ঋণ সংকট আরও গভীর হবে, যা ব্যাংক খাতের জন্য মারাত্মক হতে পারে।