আইএমএফের কাছে আরও ৩০০ কোটি ডলার ঋণ চাইছে অন্তর্বর্তী সরকার
- by Ibrahim Akon
- August 27, 2024
- 39 views
বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিশ্রুত ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ কার্যক্রমের আওতায় রয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে দেওয়া এই প্রতিশ্রুতি এখন অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে আছেন ড. মুহাম্মদ ইউনূস, বাড়ানোর পরিকল্পনা করছে। তারা আরও ৩০০ কোটি ডলার ঋণ চেয়ে মোট ঋণের পরিমাণ ৭৭০ কোটি ডলারে উন্নীত করতে চায়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে এখন ঋণ বাড়ানোর বিষয়ে কাজ চলছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারও এ ব্যাপারে অবগত আছেন। আইএমএফের সঙ্গে বিষয়টি পরে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, ‘বাংলাদেশ ব্যাংক আইএমএফে ঋণ কর্মসূচির আকার বাড়ানোর অনুরোধ করবে। সেপ্টেম্বরে আইএমএফের একটি দল ঢাকায় আসবে, তখন এ বিষয়ে বিস্তারিত আলাপ হবে।’
অর্থ উপদেষ্টা আশা করেন, পাকিস্তানের মতোই বাংলাদেশও আইএমএফ থেকে বড় আকারের ঋণ পেতে পারে, কারণ বাংলাদেশের ঋণ পরিশোধের রেকর্ড পাকিস্তানের চেয়ে ভালো।
আগামী ২১ থেকে ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের প্রতিনিধিরা অংশ নেবেন। সভার ফাঁকে আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচির আকার বৃদ্ধি নিয়ে আলোচনা হবে।
আইএমএফ ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছিল, যার প্রথম কিস্তি ৪৭ কোটি ৬৩ লাখ ডলার এবং দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে ১৮৩ কোটি ডলার বাংলাদেশ পেয়েছে। আইএমএফের কাছে আরও ৩০০ কোটি ডলার ঋণের জন্য বাংলাদেশ নতুন করে চেষ্টা চালাচ্ছে।