বিজয় দিবসে ক্রিকেটে দ্বিগুণ জয়
- by Maria Sultana
- December 16, 2024
- 157 views
ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবসে বাংলাদেশের ক্রিকেটে ছিল দ্বিগুণ আনন্দের রঙ। সকালে ওয়েস্ট ইন্ডিজে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে মাত্র ৭ রানের ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দল। একই দিন, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে বিজয়ের দিনে সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করে বাংলাদেশ নারী দল।
বায়োমাস ওভালে বৃষ্টির কারণে ১৭ ওভারে সংক্ষিপ্ত হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২২ রান। জবাবে, শ্রীলঙ্কা ৭ ওভারে ৪৭ রান তুললেও এরপর বাংলাদেশের আঁটসাঁট বোলিংয়ের সামনে গতি হারায়। ফারজানা ইয়াসমিন ও সুমাইয়া আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারিয়ে শ্রীলঙ্কা থেমে যায় ৮ উইকেটে ৯৪ রানে।
বোলিং বিভাগে অধিনায়ক সুমাইয়া আক্তার ছিলেন দুর্দান্ত, ১২ রানে শিকার করেন ৩টি উইকেট। ফারজানা ইয়াসমিন ও নিশিতা আক্তার নেন ২টি করে উইকেট।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ চারটি কার্যকর ইনিংসে এক শর বেশি রান তোলে। সাদিয়া আক্তারের ২৫ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস, যেখানে ছিল তিনটি ছক্কা, দলকে বড় সংগ্রহ এনে দেয়। তার পাশাপাশি আফিয়া আশিমা (২৩ বলে ২৫), সুমাইয়া আক্তার (২১ বলে ২৪), ও মোসাম্মৎ ইভা (১৯ বলে ১৮) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এশিয়া কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের টুর্নামেন্টে দলগুলো দুটি গ্রুপে বিভক্ত। বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও মালয়েশিয়া, অন্যদিকে ভারত, পাকিস্তান ও নেপাল লড়াই করছে অপর গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার ফোরে।
বিজয়ের দিনে ক্রিকেটারদের এমন সাফল্য দেশজুড়ে উদযাপনকে আরও উজ্জ্বল করেছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৬/১২/২০২৪