পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান, বদলাতে পারে অর্থনীতির চিত্র
- by Maria Sultana
- January 14, 2025
- 55 views
ছবি: সংগৃহীত
পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মধ্যেই স্বর্ণের নতুন খনির সন্ধান পাওয়া গেছে। সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকায় অবস্থিত এই খনিতে প্রায় ২৮ লাখ ভরি বা ৩৩ টন স্বর্ণের মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদের বরাতে এই তথ্য জানিয়েছে জিও টিভি।
ইব্রাহিম হাসান মুরাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সিন্ধু নদের পাঞ্জাব অংশে ৩২ কিলোমিটারজুড়ে বিস্তৃত এই খনির স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮ হাজার কোটি পাকিস্তানি রুপি।
পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা (জিএসপি) পরিচালিত জরিপ অনুযায়ী, সিন্ধু নদের তীরবর্তী ১২৭টি স্থানের নমুনা বিশ্লেষণের মাধ্যমে এই বিশাল মজুদের বিষয়টি নিশ্চিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু অ্যাটক জেলার ৩২ কিলোমিটার এলাকাতেই প্রায় ৩২.৬ মেট্রিক টন স্বর্ণ পাওয়া যেতে পারে।
সাবেক খনিমন্ত্রী আরও বলেন, "সোনার এই মজুদ উত্তোলন শুরু হলে পাকিস্তানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। এটি কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।"
উল্লেখ্য, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই সিন্ধু নদ থেকে সোনার কণা সংগ্রহ করে আসছিলেন। তবে ২০২৪ সালে পাঞ্জাব সরকার নদী থেকে সোনা উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করে এবং অবৈধ খনন বন্ধে ১৪৪ ধারা জারি করে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৪/০১/২০২৫