মায়ের অনুমতি নিয়ে লিভইন শুরু করেন কারিনা

ছবি: সংগৃহীত

বলিউডের নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের প্রথম সন্তান, তৈমুর আলি খান, ২০১৬ সালে এবং দ্বিতীয় সন্তান, জাহাঙ্গীর (জেহ), ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেয়। এর আগে সাইফ আলি খান অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন, যিনি থেকে তাদের একটি ছেলে, ইব্রাহিম আলি খান, এবং একটি মেয়ে, সারা আলি খান, রয়েছে।

২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় সাইফ ও কারিনার মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়, এবং তারা পাঁচ বছর লিভইন সম্পর্কে ছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, সাইফের সঙ্গে লিভইনে থাকার জন্য তিনি মায়ের অনুমতি নিয়েছিলেন।

কারিনার বড় বোন, কারিশমা কাপুর, এই সম্পর্কের খবর প্রথমে মুঠোফোনে কারিনার কাছ থেকে জানতে পারেন। কারিনা তাকে জানিয়েছিলেন যে তিনি সাইফের প্রেমে পড়েছেন।

প্রেমের সম্পর্কের পর সাইফ কারিনাকে লিভইন করার প্রস্তাব দেন, কিন্তু কারিনা বলেন, তার মায়ের অনুমতি প্রয়োজন। সাইফ সরাসরি কারিনার মায়ের কাছে গিয়ে সম্পর্কের কথা জানান এবং একসাথে থাকার অনুমতি চান। কারিনা জানান, সাইফ বলেছিলেন, “আমরা বাকি জীবন একসঙ্গে কাটাতে চাই।” মা ববিতা কাপুর সব শুনে কোনো দ্বিধা না করে রাজি হয়ে যান। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৪/১০/২০২৪

Related Articles