পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন : ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘রাশিয়াকে ধ্বংস করছেন’।

ওভাল অফিসে ফিরে সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তার (পুতিন) উচিত একটি চুক্তি করা। আমি মনে করি, চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি মনে করি, রাশিয়া বড় সমস্যায় পড়তে চলেছে।  ’ এই মন্তব্য ট্রাম্পের জন্য ব্যতিক্রমী। কারণ অতীতে তিনি পুতিনের প্রতি প্রশংসা প্রকাশ করেছেন।

এ ছাড়া ট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন। তার প্রথম মেয়াদে পুতিনের সঙ্গে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলন সমালোচিত হয়েছিল।  কারণ সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থার কথার চেয়ে পুতিনের বক্তব্যকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন।

ট্রাম্প বলেন, ‘আমার তার সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল। আমি আশা করি, তিনি একটি চুক্তি করতে চাইবেন।’

তিনি আরো বলেন, ‘তিনি (পুতিন) নিশ্চয়ই খুশি নন।  অতীতে ইউক্রেনীয় নেতার সমালোচনা করা ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি একটি চুক্তি করতে চান।’

নিজের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করবেন। তার উপদেষ্টারা ইঙ্গিত দিয়েছিলেন, কিয়েভকে কিছু ছাড় দিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের সহায়তা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। সূত্র: কালের কন্ঠ/ স/হ/ন 21/01/2025 

Related Articles