ছাত্র আন্দোলনে নিহত-আহতদের ক্ষতিপূরণে হাইকোর্টে রুল জারি
- by Maria Sultana
- October 23, 2024
- 89 views
ছবি: সংগৃহীত
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবং পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ না দেওয়ার বিষয়ে হাইকোর্টে রুল জারি করা হয়েছে। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার রিটকারীদের পক্ষে শুনানি করেন। তিনি জানান, ৪ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করা হয়, যেখানে সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী রিটের বাদী। রিটকারীরা হলেন ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান (বনি), ও এডভোকেট খায়রুল বাশার।
রিটে স্বরাষ্ট্র, জন প্রশাসন, প্রতিরক্ষা, আইন, সমাজকল্যাণ, পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। রিটে নিহতদের পরিবারকে দুই কোটি টাকা এবং আহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া, যুক্তরাজ্যের আদলে একটি ক্ষতিপূরণ নীতিমালা প্রণয়নের নির্দেশনাও দাবি করা হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে অন্তত ৬৫০ জন প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তবে সরকারের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা সহস্রাধিক। সংবাদ মাধ্যমের তথ্য মতে, আহতদের সংখ্যা ৩০ হাজারের বেশি, এর মধ্যে চার শতাধিক ব্যক্তি তাদের চোখ হারিয়েছেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার সাংবাদিকদের জানান, এই রিটটি হাইকোর্টে দাখিল করা হয় এবং আদালত রিটের গুরুত্ব বিবেচনা করে নিহতদের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং নীতিমালা প্রণয়নের নির্দেশনা জারি করেছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ২৩/১০/২০২৪