পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন ট্রাম্প
- by Maria Sultana
- January 21, 2025
- 40 views
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাবেন বলে জানিয়েছেন তার দায়িত্ব হস্তান্তর বিষয়ক টিমের প্রধান রবার্ট উইলকি।
উইলকি আরও জানান, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ফোন দিয়ে বলবেন যে, তিনি যুদ্ধ বন্ধের জন্য যথেষ্ট পদক্ষেপ নেননি। তবে, যদি পুতিন ট্রাম্পের কথা না শোনেন, তাহলে ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে আমেরিকার জ্বালানির শক্তি ব্যবহার করবেন।
তিনি ব্যাখ্যা করেন, আমেরিকার তরল প্রাকৃতিক গ্যাস ইউরোপে সরবরাহ শুরু হবে, যা বিশ্ব তেলের বাজারে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়াবে এবং তেলের দাম কমিয়ে দেবে। এই পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে পুতিনের যুদ্ধকালীন অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা দেবে।
অন্যদিকে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে চুক্তি করতে আগ্রহী। সোমবার (২০ জানুয়ারি) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিন বছর ধরে চলা যুদ্ধ নিয়ে ট্রাম্প মন্তব্য করেন, “বেশিরভাগ মানুষ ভেবেছিল এই যুদ্ধ এক সপ্তাহেই শেষ হয়ে যাবে। কিন্তু আমি মনে করি, জেলেনস্কি যুদ্ধ শেষ করার বিষয়ে আন্তরিকভাবে আগ্রহী।” সূত্র:যুগান্তর /স/হ/ন ২১/০১/২০২৫