বাংলাদেশ থেকে ২৬ জন শিক্ষার্থী কমনওয়েলথ বৃত্তি লাভ
- by Maria Sultana
- October 9, 2024
- 29 views
ছবি: সংগৃহীত
এ বছর বাংলাদেশ থেকে কমনওয়েলথ বৃত্তি পেয়েছেন ২৬ জন শিক্ষার্থী, যারা যুক্তরাজ্যের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, কেমব্রিজ, এসওএএস লন্ডন, ওয়ারউইক এবং এডিনবরার মতো প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করবেন।
ব্রিটিশ কাউন্সিল গতকাল (সোমবার) ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে বৃত্তিপ্রাপ্তদের জন্য একটি প্রি-ডিপারচার ব্রিফিং সেশনের আয়োজন করে। অনুষ্ঠানে তিনি বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তারা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কমনওয়েলথ বৃত্তির প্রোগ্রামটি ১৯৬০ সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ১৮৬৭ বাংলাদেশি শিক্ষার্থী এই বৃত্তি লাভ করেছেন। বর্তমানে ১০৫ জন বাংলাদেশি কমনওয়েলথ বৃত্তির অধীনে অধ্যয়ন করছেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন, যেমন বিহেভিয়োরাল সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স, পাবলিক হেলথ, এবং গ্লোবাল হেলথ পলিসি।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ পেয়েছেন, যা তাদের যুক্তরাজ্যে সফলতা অর্জনে সাহায্য করবে। কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) ৬৫ বছর ধরে অসাধারণ একাডেমিক রেকর্ড ও নেতৃত্বের গুণসম্পন্ন প্রার্থীদের এই বৃত্তি প্রদান করে আসছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৯/১০/২০২৪