নিষেধাজ্ঞা দিয়ে মেসির জার্সি ঠেকানো যাবে না: স্কালোনি
- by Maria Sultana
- November 14, 2024
- 57 views

ছবি: সংগৃহীত
দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের সকল প্রত্যাশা পূরণ করেছেন লিওনেল মেসি। সাফল্যের মুকুটে রয়েছে প্রায় সব অর্জন, এবং তাঁর ভক্ত ছড়িয়ে আছে বিশ্বের প্রতিটি কোণায়। মেসি যেখানেই যান, তাকে ঘিরে থাকে সমর্থকদের ভিড়, এমনকি প্রতিপক্ষ দলের দর্শকরাও মেসির জার্সি পরে তাকে সমর্থন জানায়।
এ পরিস্থিতিতে মেসির ক্রেজ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে প্যারাগুয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে তাদের হোম ম্যাচে আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় দর্শকদের মাঠে প্যারাগুয়ের জার্সি ছাড়া অন্য কোনো দলের জার্সি পরা নিষেধ। প্যারাগুয়ে কর্মকর্তারা বলেছেন, "মেসির সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু ঘরের মাঠে নিজেদের সমর্থন নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ।"
তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মনে করিয়ে দিয়েছেন, এই নিষেধাজ্ঞা দিয়েও মেসির প্রতি ভালোবাসা আটকানো যাবে না। তিনি বলেছেন, “প্যারাগুয়ের সমর্থকরা তাদের দলের জার্সি পরতে চাইবে, এটি স্বাভাবিক। তবে মেসি যে এর থেকেও বড় একজন ব্যক্তিত্ব, তাতে কোনো সন্দেহ নেই, এবং মাঠে আর্জেন্টিনার জার্সি দেখা যাবেই। জার্সি পরা মানেই কেউ আর্জেন্টিনার ভক্ত এমন নয়, মেসির প্রতি শ্রদ্ধা ফুটবলের জন্যই ভালো।” সূত্র: যুগান্তর /স/হ/ন ১৪/১১/২০২৪