টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে অংশ নিচ্ছেন সাকিব ও তামিম
- by Suma Akhter
- January 21, 2025
- 19 views
ছবি: সংগৃহীত
দেশে খেলার সুযোগ কম হলেও বিদেশি লিগে সাকিব আল হাসানের উপস্থিতি নিয়মিত। এবার সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে অংশ নিতে যাচ্ছেন সাকিব ও তামিম ইকবাল।
টুর্নামেন্টে দুজন খেলবেন ভিন্ন দুই দলের হয়ে। সাকিব দল পেয়েছিলেন আগেই, এবার দল পেলেন তামিমও। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে দুই তারকার পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকবে সমর্থকেরা।
তামিম ইকবাল লিজেন্ড নাইন্টিতে বিগ বয়েজ স্কোয়াডের হয়ে খেলবেন। বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই। গত রাতে লিজেন্ড নাইন্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে তামিম বলেন, ‘সবাইকে স্বাগত জানাই।
লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি রায়পুরে চোখ রাখুন, আমাকে এবং অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারদের দেখতে।’
অন্যদিকে, এই লিগে সাকিব আল হাসানকে দলে নিয়েছে দুবাই জায়ান্টস। ২০২৪ বিপিএলে সাকিব-তামিমের পাল্টা উদযাপন বেশ সাড়া ফেলে দিয়েছিল। আবারও যখন একই লিগে, ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই মুখিয়ে আছেন দুই তারকা ক্রিকেটারের লড়াই দেখতে। এছাড়া তাদের এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছরে তিক্ততায় রূপ নিয়েছে।
১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম জানিয়েছেন, তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঘরোয়া ক্রিকেট এবং বিভিন্ন বিদেশি লিগে খেলা চালিয়ে যাবেন। বর্তমানে তিনি ফরচুন বরিশালের অধিনায়ক।
বিপিএলে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে বরিশাল রয়েছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। তামিমের পারফরম্যান্সও বেশ ভালো- ৭ ইনিংসে ২৩০ রান, গড় ৩৮.৩৩, স্ট্রাইকরেট ১৩৬.৯০ এবং দুটি ফিফটি।
সাকিব আল হাসান ২০২৩ সালের সেপ্টেম্বরে টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। মিরপুরে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা থাকলেও সেটি সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরিকল্পনাও ভেস্তে গেছে। আইসিসি আয়োজিত কোনো ইভেন্টে অংশ নিতে না পারার কারণ হিসেবে বোলিং অ্যাকশনের ত্রুটির কথা জানিয়েছে বিসিবি।
এছাড়া, ব্যক্তিগত নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব। সর্বশেষ, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় এবারের বিপিএলেও খেলা হচ্ছে না। সূত্র: সমকাল/ স/হ/ন 21/01/2025