বিএনপির ডাকা অষ্টম দফার অবরোধ শুরু, কাল হরতাল
- by Robin Rahman
- November 29, 2023
- 676 views
অষ্টম দফায় আজ ভোর থেকে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি সমমনা দলগুলো। এছাড়া আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে।
বিএনপি জানিয়েছে, ২৯ নভেম্বর ভোর ছয়টা থেকে পরের দিন ৩০ নভেম্বর ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অষ্টম দফার এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘণ্টার অবরোধ কর্মসূচি। আর বৃহস্পতিবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত, ‘ডন টু ডাস্ক’ হরতাল পালন করবে বিএনপি।
অষ্টম দফা অবরোধের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে মশাল বিক্ষোভ করেছে। এছাড়া কালীগঞ্জসহ বিভিন্ন জায়গায় মিছিলের খবর পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/হিমেল